মায়ের মৃত্যুতেও কি দেশে ফিরবেন না এস আলম? অংশ নেবেন না শেষকৃত্যে?

মা হারিয়েছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। দেশের আলোচিত এ শিল্পপতি দেশে না থাকায় মায়ের শেষ দিনগুলিতে পাশেও থাকতে পারেননি। তবে কি মায়ের দাফনেও বাংলাদেশে আসছেন না তিনি?
সাইফুল আলম মাসুদ দেশে-বিদেশে এস আলম নামেই পরিচিত। তার মা চেমন আরা বেগম রবিবার ভোরে ঢাকায় নিজ বাসায় মারা গেছেন। বয়স হয়েছিল ৯২ বছর। এস আলমসহ ৬ ছেলে আর ৫ মেয়ের জননী তিনি। তার বড় ছেলে মোরশেদুল আলম ২০২০ সালে মারা গেছেন করোনায়।
এস আলমের পারিবারিক সূত্রে ঢাকা টাইমস জানতে পেরেছে, চেমন আরা বেগমের মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়িতে নেওয়া হচ্ছে।
রবিবার বাদ আসর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পটিয়া পৌরসভার এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নির্ভরযোগ্য সূত্র বলছে, এস আলম স্ত্রী ফারজানা পারভীন এবং তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে আছেন। মায়ের মৃত্যুতে তার বাংলাদেশে আসার সম্ভাবনা নেই বললেই চলে।
ইস্পাত, চিনি, ভোজ্যতেল, ভোগ্যপণ্য, পরিবহন, আবাসন, সিমেন্ট খাত, শিপিং, বিদ্যুৎ এবং আর্থিক খাতে ছড়িয়ে আছে দেশের এই শীর্ষ শিল্পগ্রুপের ব্যবসা। তবে ক্ষমতার পালাবদলের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ পাচার ও ব্যাংক দখলে অভিযুক্ত এস আলম গ্রুপ।
অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব ব্যবসায়ী গোষ্ঠী সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, তাদের অন্যতম এস আলম গ্রুপ। শেখ হাসিনা সরকারের আমলে গত এক দশকে এস আলম গ্রুপ রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রশ্রয় পাওয়ার সমালোচনা রয়েছে।
(ঢাকাটাইমস/২০অক্টোবর)

মন্তব্য করুন