ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব ও হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন।
এর আগে সোমবার মধ্যরাতে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন রাত ১টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ খবর ব্যারিস্টার সুমন নিজেই নিশ্চিত করেন।
আরও পড়ুন>> ব্যারিস্টার সুমন গ্রেপ্তার, জানালেন নিজেই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার কারণে সেখানে আপাতত কোনো আসামিকে রাখা যাচ্ছে না। এ কারণে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পল্লবী থানায় রাখা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, "মিরপুর এবং আদাবরের দুটি মামলার আসামি হিসেবে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।"
গত জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সুমন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি এর বিরুদ্ধে অবস্থান নেন এবং সরকারের পক্ষে জোরালো ভূমিকা রাখেন। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি গাঢাকা দিয়ে ছিলেন।
(ঢাকাটাইমস/২২অক্টোবর/এফএ)

মন্তব্য করুন