আ.লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার পলায়নপত্র খোঁজে: আলাল

আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার পলায়নপত্র খোঁজে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবার রাজধানীর মুগদায় খুনি সাবির হোসেনের ফাঁসির দাবিতে খুন ও গুম হওয়া পরিবারের আয়োজনে এক সমাবেশে তিনি একথা বলেন।
আলাল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আশায় বুক বেঁধে আছে। যে পদত্যাগ পত্র কোথায়। পলায়ন পত্র কোথায়। ১৭ বছর আমরা গুম খুন নির্যাতনের শিকার হয়েছি সহ্য করেছি। একটুও দমে যায়নি।
তিনি বলেন, যে নেত্রী তার নেতাকর্মীদের রেখে পালিয়ে যায় সেই নেত্রীকে বলবো বেগম খালেদা জিয়ার পায়ে সালাম করেন। আর দেখেন কিভাবে শত জুলুম নির্যাতন সহ্য করে নেতাকর্মীদের পাশে সাহসের বাতি হয়ে থাকতে হয়।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, যারা পদত্যাগপত্র খোঁজেন। পদত্যাগপত্র খুঁজে লাভ নাই। পদত্যাগপত্র বঞ্চিত হয়ে গেছে। রাষ্ট্রপতি চপ্পু সাহেব প্রকাশ্যে বলেছেন শেখ হাসিনা আমার কাছে পদত্যাগ করেছে। এখন আবার তারা পলায়নপত্র খোঁজে। পলায়নপত্র তো পৃথিবীতে হয় না। যে জাতি তাকে (শেখ হাসিনাকে) তালাক দিয়েছে। সেই তালাকপত্র খুঁজে পাবেন না। সেই তালাকপত্র খুঁজতে হলে দেশের ১৮ কোটি মানুষের ঘরে ঘরে যেতে হবে।
স্থানীয় নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি বলেন, এই এলাকায় যারা খুন গুম হয়েছে। তাদের পরিবারের প্রতি খোঁজ খবর রাখুন। আন্তর্জাতিক মানবাধিকার এ অভিযোগ দেন। আমি একজন আইনজীবী হিসেবে সেই মামলাগুলো মোকাবেলা করব। আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে শত শত মানুষকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। সেই ট্রাইবুনাল এখনো জীবিত। সেখানে অভিযোগ দেন। থানার মামলা থানায় থাক।
এ সময় গুম খুন হওয়া পরিবারের সদস্যরা সহ এলাকার সাধারণ জনগণে উপস্থিত ছিলেন।
ঢাকাটাইমস/২২অক্টোবর/জেবি

মন্তব্য করুন