হোটেল দখল করে বিএনপির অফিস নির্মাণ, থানায় অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, ১৩:৫৪| আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৪:২৭
অ- অ+

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদের সঙ্গে লাগানো এক ব্যক্তির খাবারের হোটেল ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে। সেখানে ইউনিয়ন বিএনপির কার্যালয় হিসেবে সাইনবোর্ড টাঙানো হয়েছে।

এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী মো. রেজাউল করিম তালুকদার নাজু কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে দুটি পৃথক লিখিত অভিযোগ করেছেন ।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুই যুগেরও বেশি সময় ধরে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের পশ্চিম পাশে শান্তিপূর্ণভাবে খাবারের হোটেলের ব্যবসা করে আসছেন রেজাউল করিম তালুকদার নাজু নামের ওই ব্যবসায়ী। গত ৫আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে দলবলে ওই হোটেলে প্রবেশ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে হোটেল ব্যবসায়ী মো. রেজাউল করিম তালুকদার নাজুকে জোরপূর্বক হোটেল থেকে বের করে দেওয়া হয়। এরপর ওই হোটেলে তালা ঝুলিয়ে দেন বিএনপি নেতা। এরপর তাকে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়। একই সময়ে হুমকিসহ ভয়ভীতি দিয়ে বলা হয়, ভবিষ্যতে ফের ওই দোকানে এলে তাকে হত্যা করা হবে। এরপর তারা ওই দোকানটিকে বিএনপির দলীয় কার্যালয়ে রূপ দেয়। তারপর দোকানের সামনে টাঙিয়ে দেন দলীয় সাইনবোর্ড।

এ বিষয়ে ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী রেজাউল করিম তালুকদার নাজু বলেন, ‘আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কারণ, ওই দোকানের উপার্জনে আমার সংসার চলে। ওই দিন থেকে সেই দোকানঘরে আমার রেফ্রিজারেটর, চেয়ার, টেবিল, ফ্যানসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল ও আসবাবপত্র আটকে আছে। এ ঘটনায় আমি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছি। বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসা নিয়েছি। সুস্থ হয়ে ইউএনও এবং ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি সুবিচার পাবো।’

অভিযোগের বিষয়ে মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘বিএনপি সরকারের সময়ে ওই দোকানের স্থানে বিএনপির দলীয় কার্যালয় ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তৎকালীন স্থানীয় চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা আ.ন.ম শওকত হাবিব তালুকদার আমাদের কার্যালয়টি ভেঙে দেয়। তারপর সেখানে নতুন ভাবে ঘর নির্মাণ করে রেজাউল করিম তালুকদার নাজু। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে উপজেলা এবং জেলার উর্ধ্বতন নেতাদের নির্দেশে আমরা ওই ঘরটি দখলে নিয়েছি।’

মাত্রাই ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘মূলত ওই জায়গা খাস খতিয়ানের ছিল। বিগত সময়ে প্রায় তিন শতক জায়গা ওখানে পরিত্যক্ত ছিল। তখন চেয়ারম্যানকে বলে ওই জায়গাটুকু পরিষ্কার করে সেখানে হোটেলের দোকান দেন। বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে তাদের কার্যালয় বানিয়েছেন। বিষয়টি তদন্তাধীন। আগে ওই জায়গায় কোনো অফিস ছিল না।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা