ঢাবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজয় একাত্তর হল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ১৫:৪২
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী পঞ্চদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজয় একাত্তর হল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হয়েছে রানার্স-আপ।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শনিবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি তাজিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হল ডিবেটিং ক্লাবের মডারেটর মুহাম্মদ ইহসান-উল-কবির, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার এবং সাধারণ সম্পাদক আদনান মুস্তারী বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আবদুল্লাহ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিতর্ক চর্চা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে ও সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে। সকল চাপকে উপেক্ষা করে বিতার্কিকরা যুক্তির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। যার প্রতিফলন আমরা ২৪-এর গণআন্দোলনে লক্ষ্য করেছি।’

তিনি আরও বলেন, ‘যেকোনো বিবেচনায় বিতর্ক চর্চা সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। তাই জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিতর্ক চর্চা অব্যাহত রাখতে হবে।’

উল্লেখ্য, অনুষ্ঠানে অতিথিরা ‘নকশী কাঁথার মাঠ’ শীর্ষক একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত 
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম
লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা