ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাস-নৈরাজ্যের কোনো ঠাঁই হবে না: নবীউল্লাহ নবী

রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ি এলাকায় সন্ত্রাস, নৈরাজ্যে জড়িতদের হুঁশিয়ার করলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।
তিনি বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না।
রবিবার যাত্রাবাড়ী থানার ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা যাত্রাবাড়ীতে প্রতিরোধ গড়ে তুলেছি। প্রতিনিয়ত তিনি খোঁজ খবর নিয়েছেন। আন্দোলন চালিয়ে যেতে সবাইকে উদ্বুদ্ধ করেছি।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনার পতন ত্বরান্বিত করতে যাত্রাবাড়ীতে আমাদের দলের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে। ছাত্র-জনতার রক্তে ভিজেছে যাত্রাবাড়ী। শতশত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্টদের দোসরদের কোনো ঠাঁই হবে না।
কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদল সরদার। অন্যদের মধ্যে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য জামশেদুল আলম শ্যামল, কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোসলেউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম বাদল।
ঢাকাটাইমস/২৭অক্টোবর/ইএস

মন্তব্য করুন