রাজনৈতিক দল ছাড়া দেশ পরিচালনা অনেক কঠিন: খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ২২:৪৮| আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২৩:৫০
অ- অ+

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। এ সরকারের প্রধান কাজই হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া। বর্তমানে অন্তর্বর্তী সরকার অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না।

তিনি বলেন, সংস্কারের কথা বলে দীর্ঘদিন যদি ক্ষমতা ধরে রাখে তবে জনগণ তা সন্দেহের চোখে দেখবে। রাজনৈতিক দল ছাড়া এ অন্তর্বর্তী সরকারের পক্ষে দেশ পরিচালনা করা অনেক কঠিন।

বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীলমান্দী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, সংস্কারের কথা বলে দীর্ঘদিন যদি ক্ষমতা ধরে রাখে তবে জনগণ তা সন্দেহের চোখে দেখবে। রাজনৈতিক দল ছাড়া এ অন্তর্বর্তী সরকারের পক্ষে দেশ পরিচালনা করা অনেক কঠিন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার চেয়েছিল হত্যা-গুম করে রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী করতে। গত ১৬ বছর অত্যাচারের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়াসহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছিল। স্বৈরাচারের দোসররা এখনো বহাল তবিয়তে বসে রয়েছে। তাদের সরানোর আগ পর্যন্ত দেশের পরিস্থিতি সুন্দর হবে না। বিগত সময়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই মামলা-হামলা দিয়ে হয়রানি করা হতো। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে। তাকে বাংলাদেশে এনে দেশের প্রচলিত আইন অনুযায়ী জনতার আদালতে বিচার করা হবে। গণহত্যাকারী দলের রাজনীতি করার কোনো অধিকার নেই।’

শীলমান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সানাউল্লাহ মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শীলমান্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বোরহান উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪
২০১৪ ও ১৮ সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাত আ.লীগ: অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গ্রিন রোডে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা