সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ভারতীয় পণ্য জব্দ 

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৪, ১৯:৪৫
অ- অ+

সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর, সংগ্রাম বিওপিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

শুক্রবার সিলেট ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবির টহল দল ভারতীয় শাড়ি ৭৯৮টি, কাশ্মীরি শাল ১২১টি, থ্রি পিস ৮১টি, কসমেটিক সামগ্রী ৪৫৬টি, মখমল সোফার কভার ২৫৪.৪০ মিটার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা দুটিসহ অন্য ভারতীয় পণ্য জব্দ করে। যার মূল্য প্রায় ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন,

চোরাচালানের জব্দত মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০১নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব সবজি ও ফল
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা