মোংলায় দুই জাহাজের সংঘর্ষে নিখোঁজ জেলে লোকমান উদ্ধারে কোস্ট গার্ড

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৭| আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১২:৫১
অ- অ+

খুলনার মোংলায় করমজলে ‘এমভি মিজান’ ও ‘এমভি এরা স্টার’ নামক দুটি জাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ জেলে লোকমান উদ্ধারে অভিযানে নেমেছে কোস্ট গার্ড।

শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে মোংলা বন্দর সংলগ্ন করমজল এলাকায় কয়লা বহনকারী 'এমভি মিজান' এবং এলপিজি বহনকারী 'এমভি এরা স্টার'-এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এমভি মিজানের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। জাহাজ দুটির সংঘর্ষের সময় নিকটবর্তী একটি ফিশিং বোটে ধাক্কা লেগে উক্ত বোটের জেলে লোকমান হাওলাদার (১৮) নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তি খুলনা জেলার দাকোপ থানার রুয়োকাটা গ্রামের বাসিন্দা।

তিনি জানান, ঘটনাটি মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে তাৎক্ষণিক কোস্ট গার্ডের দুটি টহল বোট ঘটনাস্থলে গমন করে এবং উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলে উদ্ধার কাজে কোস্ট গার্ডের দুটি টহল টিম কর্তৃক সার্চ এন্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/২নভেম্বর/এলএম/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি ভৈরবে গ্রেপ্তার
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
বিশ্বে প্রথম সুপার ফুড খেজুরের কোমল পানীয় মিলাফ কোলা এখন বাজারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা