ভারতের বিরুদ্ধে টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৪৭
অ- অ+

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষ করেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত ক্রিকেট দল। সফরে অজিদের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলতে নামবে ভারত। তার আগে আন-অফিসিয়াল চারদিনের টেস্ট খেলছে ভারত ও অস্ট্রেলিয়ার ‘এ’ দল। আর সেখানেই ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে বল টেম্পারিংয়ের (বল বিকৃতি) অভিযোগ উঠেছে।

ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন স্বয়ং অনফিল্ড আম্পায়ার শন ক্রেইগ। এরপর ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ইশান কিশান আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সংবেদনশীল মন্তব্য করেন। এরপর মাঠেই তাকে আচরণ নিয়ে সতর্ক করেন আম্পায়ার। তর্কে জড়ানোর অভিযোগে বড় শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় ব্যাটার।

ম্যাচের চতুর্থ দিনের শুরুতে বল করার জন্য আম্পায়ার ভারতের হাতে বল দিতেই ঘটনার সূত্রপাত। ব্যাটার প্রস্তুত কিন্তু বল না করে ভারতীয়রা অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে আম্পায়ার শন ক্রেইগের সঙ্গে কথা বলতে ছুটে আসেন। হাতে থাকা বল দেখিয়ে তারা আম্পায়ারের কাছে অভিযোগ জানান, পরিবর্তন করা হয়েছে বল।

আম্পায়ারের কাছে এমন সময়ে বল পরিবর্তনের কারণ জানতে চায় ভারতীয়রা। আম্পায়ার উল্টো ভারতীয়দের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলে বলেন, 'তোমরা বলে স্ক্র্যাচ (দাগ কেটে আকৃতি নষ্ট করা) করেছে দেখেই বল বদলে দেয়া হয়েছে।'

গায়কোয়াড়ের দলও দমে যাওয়ার পাত্র নয়। তাদের দিক থেকে প্রশ্ন তোলা হয়, 'তাহলে গতকালই কেন বল বদল করা হলো না?' এর কোনো জবাব না দিয়ে আম্পায়ার বলেন, 'তোমরা বলের আকৃতি নষ্ট করেছ তাই এই বলেই খেলা হবে। আলোচনার এখানেই শেষ, এখন খেলা শুরু করা যাক।'

আম্পায়ারের জবাবে সন্তুষ্ট হতে পারেননি ভারতের উইকেটকিপার ইশান কিশান। তিনি আবার জিজ্ঞাস করেন, 'আমরা কি এই বল দিয়েই খেলব?' আম্পায়ার 'হ্যাঁ' সূচক জবাব দেন, আর তখনই মারাত্মক এক ভুল করে বসেন ইশান। আম্পায়ারের সিদ্ধান্তকে অসম্মান দেখিয়ে বলেন 'স্টুপিড ডিসিশন'।

ইশানের সব কথাই শোনা যায় স্টাম্পে থাকা মাইকে। আম্পায়ার তাকে হুশিয়ারি দিয়ে বলেন, এই জন্য তাকে রেফারির শাস্তির মুখোমুখি হতে হবে। সঙ্গে জানিয়ে দেন, মূলত তার জন্যই বল পরিবর্তন করা হয়েছে। যার অর্থ দাঁড়ায়, ইশানই বল টেম্পারিংয়ের চেষ্টা করেছেন। কিন্তু সে জন্য আম্পায়ার তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। অথচ এই একই কাজের জন্য অতীতে অনেককেই শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের চেষ্টা করায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রাফটকে ক্রিকেট অস্ট্রেলিয়া কঠিন শাস্তি দিয়েছিল।

ম্যাচটি শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরেছে ভারত। চলতি নভেম্বরেই বোর্ডার -গাভাস্কার ট্রফির পাঁচটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় আসবে ভারতীয় দল। তার আগে বিতর্কের জন্ম দিলেন ইশান।

(ঢাকাটাইমস/ ০৩ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গিনিতে ফুটবল মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত প্রায় ১০০
আমু-কামরুলকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে বড়োসড়ো প্রশ্ন সোহেল তাজের
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা