গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৩১| আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৫:৪৬
অ- অ+

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র কর্ণধার কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা পুলিশ গতরাতে ভাটারা থানা এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, তাপসকে আদালতে পাঠানো হবে। ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। আদালতে তোলার পর তাকে কারাগারে আটক রাখতে আদালতে আবেদন করা হবে।

শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো আত্মগোপনে চলে যান গান বাংলার চেয়ারম্যান তাপস। কয়েকবার জায়গা পাল্টিয়ে তিনি গুলশানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।

তাপস পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।

২০১৩ সালের ১৬ ডিসেম্বর অনুষ্ঠানটির সম্প্রচারে আসে গান বাংলা টিভি। এক সময়ে একচ্ছত্রভাবে গানবাংলার নিয়ন্ত্রণ নেন গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা আরমান মুন্নি৷

(ঢাকাটাইমস/০৪নভেম্বর/এসএস/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা