লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে হারল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১৮:২০
অ- অ+

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। তবে সিরিজের শুরুটা ভালো হলো না মোহাম্মদ রিজওয়ানের দলের। সিরিজের প্রথম ওয়ানডেতে হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। তবে হারের আগে স্বাগতিকদের চোখে চোখ রেখেই লড়াই করেছে পাকিস্তান।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার (৪ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২ উইকেটের জয় পেয়েছে অজিরা। ২০৪ রান তাড়া করতে নেমে ৩৩.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ৩১ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন কামিন্স। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৩ আর শাহিন শাহ আফ্রিদি ২ উইকেট নেন।

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচটা জয়ে রাঙাতে পারলেন না মোহাম্মদ রিজওয়ান। তবে দারুণ সুযোগ পেয়েছিলেন। স্কোরবোর্ডে পর্যাপ্ত পুঁজি না থাকলেও বোলারদের নৈপুণ্যে একটা সময় অজি ব্যাটারদের চাপে রেখেছিল তার দল। কিন্তু নয় নম্বরে নামা কামিন্সকে পরাস্ত করতে পারেননি শাহিন-নাসিমরা। রান তাড়ায় নেমে ২৮ রানের মধ্যে দুই ওপেনার ম্যাথিউ শর্ট (১) ও জ্যাক ফ্র্যাজার-ম্যাগার্ককে (১৬) হারায় স্বাগতিকরা।

তাদের বিদায়ের পর তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়ে তোলেন স্টিভ স্মিথ ও জশ ইংলিস। ১৫ ওভারের মধ্যে তারা দলের সংগ্রহ শতরান পার করে দেন। তাতে আভাস মিলছিল দাপটের সঙ্গে বড় জয়ের কিন্তু। কিন্তু ১৭তম ওভারে রউফের বলে স্মিথ আর ২০তম ওভারে শাহিনের বলে ইংলিসের বিদায়ের পরই ম্যাচের চিত্র বদলে যায়। স্মিথ ৪৬ বলে ৬ চারের মারে ৪৪ রান করে আউট হন। ৪২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৯ রান করে আউট হন ইংলিস। এরপর ক্রিজে আঁকড়ে ধরতে ব্যর্থ হন মার্নাস লাবুশেন (১৬), অ্যারন হার্ডি (১০) ও গ্লেন ম্যাক্সওয়েল (১৩)। একের পর এক অজি ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তানও। কিন্তু নয় নম্বরে ব্যাট করতে নেমে কামিন্স সে স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেন। দেখেশুনে খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। প্রথম শন অ্যাবট এবং পরে মিচেল স্টার্কের সঙ্গ নিয়ে দলকে এনে দেন প্রয়োজনীয় ৪৯ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে ৪৬.৪ ওভারে ২০৩ রানে অলআউট হয় পাকিস্তান। উল্লেখযোগ্য ইনিংস বলতে বাবার আজমের ৩৭ আর রিজওয়ানের করা ৪৪ রান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি ছিল বোলার নাসিমের। শেষদিকে ৩৯ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে তিনি ৪০ রান না করলে দল ২০০ রান পার করতে পারতো না।

অজিদের হয়ে ৩৩ রান খরচায় ৩ মেডেন দিয়ে ৩ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। ব্যাটে-বলে দারুণ ভূমিকা রেখে ম্যাচসেরা হন কামিন্স।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া অজিরা দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে পাকিস্তানকে আতিথেয়তা দেবে।

(ঢাকাটাইমস/ ০৪ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় কয়েল কারখানায় জরিমানা 
সার্ক পুনরুজ্জীবিত হলে পুরো অঞ্চলে কল্যাণ বয়ে আনবে: প্রধান উপদেষ্টা
পর্তুগালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
আমিনুল হকের সঙ্গে উত্তরা প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির মতবিনিময়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা