শ্রীপুরে পরকীয়ার জেরে স্ত্রীসহ প্রেমিককে হত্যা
গাজীপুরের শ্রীপুরে চন্নাপাড়া এলাকায় পরকীয়ার জেরে স্ত্রীসহ প্রেমিককে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। সোমবার সকালে পৌর এলাকার কেওয়া চন্নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে এবং তাসলিমা খাতুন (২৮) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাসলিমাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী আজিজুল হক পলাতক রয়েছে। তদন্তের পর এ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএ)
মন্তব্য করুন