সুইডেন আ.লীগের উদ্যোগে জেল হত্যা দিবসে প্রতিবাদ সভা
সুইডেনে শহীদ জাতীয় চার নেতার স্মরণে এবং বাংলাদেশে চলমান গণহত্যার বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্টকহোমের একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সুইডেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ড. ফরহাদ আলী খানের পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্বাধীনতার পক্ষের ও মুজিব আদর্শের অনুসারীবৃন্দ। বক্তাগণ জাতির পিতা মুজিব ও কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি জাতীয় চার নেতার আপোষহীন আনুগত্য ও বিশ্বাস আমাদের জন্য চিরস্মরণীয় ও অনুকরণীয়। বর্তমানে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস।
(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএ)
মন্তব্য করুন