শ্রীপুরে কারখানার ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৮:১৭
অ- অ+

গাজীপুরের শ্রীপুরের নির্মাণাধীন একটি কারখানার ছাদ থেকে পড়ে রিফাত হোসেন (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ওই দিন সকাল ১০টার দিকে কারখানার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।

নিহত রিফাত হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গোয়ারী বাজার গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি শ্রীপুরের নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানায় নির্মাণশ্রমিক হিসাবে কাজ করছিলেন।

কারখানার একটি সূত্র জানায়, সেখানে একটি বিল্ডিং নির্মাণের কাজ চলছিল। নির্মাণ কাজের জন্য বিল্ডিংয়ের প্রায় ২০ ফুট উঁচুতে মাচা তৈরি করা হয়। সেখানে দাঁড়িয়ে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজ করছিলেন। সকাল ১০টার দিকে হঠাৎ ওই কারখানার ছাদ থেকে নিচে পড়ে যান রিফাত। এতে তিনি গুরুতর আহত হন। পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মৃত্যুর বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিক নিহতের ঘটনায় থানায় কেউ অবগত করেনি। তবে এই বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনে বসবাসকারীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার: উপদেষ্টা রিজওয়ানা হাসান
জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে পাবে: প্রত্যাশা তারেক রহমানের
সাবেক মেয়র আইভী রিমান্ডে, আরও দুই মামলায় গ্রেপ্তার
ভোলায় কোস্ট গার্ডের মৎস্য সংরক্ষণ কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা