ময়মনসিংহ-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস চালু

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ২১:০০
অ- অ+

দীর্ঘ ১৭ বছর পর বহুল প্রত্যাশিত ময়মনসিংহ-ঢাকা রুটে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস।

মঙ্গলবার ( নভেম্বর) নগরীর বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের পাশে জেলা প্রাশাসনের আয়োজনে বিআরটিসির ময়মনসিংহ কাউন্টারে এসি বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়।

ফিতা কেটে মোনাজাতের মাধ্যমে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ- ঢাকা রুটে এসি বাস সার্ভিসটি চালু করা হয়েছে। যাত্রীদের সাথে সুন্দর আচরণ, ভালো মানের সার্ভিস যাত্রীবান্ধব সেবা দেওয়ার জন্য বিআরটিসির সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি।

বিআরটিসি সূত্রে জানা গেছে, বাস সার্ভিস চালুর জন্য মানুষের প্রবল দাবি থাকলেও একটি সিন্ডিকেটের কারণে তা বাস্তবায়ন হতে পারিন। সরকার পরিবর্তনের পর জনগণের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১৭ বছর পর বিআরটিসি এসি বাস চালু হয়েছে।

জানা যায়, মোট ১৮টি এসি বাস নিয়ে চালু হচ্ছে এই রুটে যাত্রীসেবা। সকাল ৬টা ১৫ মিনিটে প্রথম গাড়ি সর্বশেষ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বাস। ঢাকার মহাখালী থেকে প্রথম গাড়ি সকাল ৬টা ১৫ মিনিটে সর্বশেষ গাড়ি সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এসি বাসগুলো প্রতিদিন ময়মনসিংহ-ভালুকা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মহাখালী পর্যন্ত এবং মহালখালী থেকে ভালুকা হয়ে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করবে। এই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। মহাখালী বাসস্ট্যান্ডে সোহাগ ফিলিং স্টেশনের পাশে বিআরটিসি' কাউন্টার রয়েছে।

আগামী দিনে জনগণের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে বলে বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়।

এসি বাস সার্ভিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, বিআরটিএ ময়মনসিংহের সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন, বিআরটিসি ময়মনসিংহ ডিপো ম্যানেজার মো. কামরুজ্জামান, ভালুকা এক্সপ্রেসের প্রতিনিধি মো. আতিকুল্লাহ বাহার প্রমুখ। এ ছাড়া বাসচালক, হেলপারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআর সংস্কার অধ্যাদেশ দুই মাসের জন্য স্থগিত, আন্দোলনও স্থগিতের ইঙ্গিত  
বনে বসবাসকারীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার: উপদেষ্টা রিজওয়ানা হাসান
জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে পাবে: প্রত্যাশা তারেক রহমানের
সাবেক মেয়র আইভী রিমান্ডে, আরও দুই মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা