ভালুকায় মেয়ের হাতে বাবা খুন, আটক ৩
ময়মনসিংহের ভালুকায় মেয়ের হাতে বাবা খুন হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে আটটায় পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড কাঁঠালী এলাকায় খুনের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শফিকুল ইসলামের মেয়ে শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) জোরপূর্বক গরু নিয়ে যেতে চাইলে শফিকুল ইসলাম তাদের বাধা দেন। এ সময় তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েক ব্যক্তি শফিকুল ইসলামকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে।
আশপাশের লোকজন শফিকুল ইসলামকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। নিহত শফিকুল ইসলাম পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড কাঁঠালী এলাকার শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে।
এ ঘটনায় উপজেলার মেজরভিটা এলাকা থেকে শফিকুল ইসলামের মেয়ে শরিফা (৩৫), মেয়ের জামাই সোহেল (৪০) ও নাতি রুদ্রকে (১৫) গ্রেপ্তার করে ভালুকা মডেল থানার পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন আহমেদ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শরিফা, তার ছেলে রুদ্র ও স্বামী সোহেলকে উপজেলার মেজরভিটা থেকে আটক করা হয়।
(ঢাকাটাইমস/৬নভেম্বর/মোআ)
মন্তব্য করুন