রাবিতে 'ছাত্ররাজনীতি সংস্কার' বিষয়ে মতবিনিময় সভা

রাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ১৮:২৯
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'ছাত্ররাজনীতি সংস্কার প্রস্তাবে ছাত্র নেতৃবৃন্দের বোঝাপড়া শীর্ষক' আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে ক্রিয়াশীল সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এ সভায় অংশ নেয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে সামাজিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খাঁন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘ছাত্রদলের উদ্দেশ্য হলো ছাত্রদের দাবি আদায়ে কাজ করা। অতীতে ছাত্ররাজনীতি মানেই ছিল আধিপত্য বিস্তার করা ও সিট দখল করা। ছাত্রদল চায় নতুন রাজনৈতিক ধারা তৈরি করে রাজনীতির পরিবর্তন করতে। আমরা চাই হলে মেধার ভিত্তিতে সিট পাবে ও ছাত্ররা স্বাধীনভাবে চলাচল করবে। কোনো নেতাকর্মী অন্যায় করলে তার আইনানুযায়ী ব্যবস্থা হবে। আমরা ভুল করলে তা গণতান্ত্রিক উপায়ে ধরিয়ে দিবেন আহ্বান জানাই।’

শাখা শিবির সভাপতি আব্দুল মোহাইমেন বলেন, ‘ছোটবেলা থেকে যে রাজনীতি দেখেছি তা আমরাও নিষিদ্ধ চাই। তবে রাজনীতিই যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দেশের নেতৃত্ব কারা দিবে? আমরা ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণামূলক এবং শিক্ষার্থীবান্ধব রাজনীতি চাই।’ এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খাঁন বলেন, ‘শুধু ছাত্ররাজনীতির পরিবর্তন করলেই হবে হবে না। শিক্ষকদের রাজনীতি নিয়েও ভাবতে হবে। আজ যেভাবে সকল ছাত্র সংগঠন এখানে এক স্টেজে বসে আলাপ করছে। তেমনি বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে তাদের এক স্টেজে এসে কাজ করতে হবে।’

মতবিনিময় সভার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘আমরা চাই ক্যাম্পাসের সকল রাজনৈতিক সংগঠনগুলো এক প্লাটফর্মে এসে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করুক। আমরা অতীতের ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পক্ষে। নতুন দেশে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই৷’

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসিন খান, রিসার্চ সোসাইটির সাবেক সেক্রেটারি সাকিবুল হাসাল, পিডিএফ এর সাবেক সভাপতি আশিকুর রহমান সোহাগ।

(ঢাকা টাইমস/০৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
A Monumental Work at Risk: Why Mobasher Ali, Chief editor of the History of Comilla District Must Be Preserved
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা