গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ২১:৩৭| আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২১:৪৯
অ- অ+

স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর গুলিস্তানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ রবিবার (১০ সেপ্টেম্বর) গুলিস্তান জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এবার একই স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত, ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ, সময় দুপুর ১২টায়, স্থান: গুলিস্তান জিরোপয়েন্ট, আয়োজনে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সংক্রান্ত একটি পোস্টারও শেয়ার করেন তিনি।

এরআগে শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রবিবার বিকেল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ।

শুক্রবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ডাক দেওয়া হয়। এর পাশাপাশি একটি পোস্টার শেয়ার করা হয়। এতে লেখা হয়েছে, ‌‌‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা