উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও পাঁচজন, শপথ সন্ধ্যায়
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হতে যাচ্ছেন আরও পাঁচজন। রবিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন এই পাঁচ উপদেষ্টার শপথ অনুষ্ঠান হতে পারে। নতুন এই উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। ইতোমধ্যে তাদেরকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন।
আওয়ামী লীগ সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। পরে দুই দফায় আরও তিন উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।
সরকার গঠনের নয় দিনের মাথায় ১৭ আগস্ট উপদেষ্টা পরিষদের আকার বাড়ান প্রধান উপদেষ্টা। তাদের সঙ্গে যোগ দেন আরও চার উপদেষ্টা। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ ২১ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।
উপদেষ্টা পরিষদের আকার বাড়ার বিষয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কারা কারা সরকারে যোগ হচ্ছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নতুন পাঁচজন যুক্ত হলে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়াবে ২৬ জনে।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/এফএ/ডিএম)
মন্তব্য করুন