শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্ট বাতিল আইসিসির

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ১৬:৩৬
অ- অ+

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে রাজি নয় ভারতীয় দল। যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। আগামীকাল লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করেছে আইসিসি।

ভারতের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসিকে জানিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে তারা পাকিস্তানে খেলতে রাজি নয়। এই কারণে আইসিসি সূচি নিয়ে আলোচনার কাজও শেষ করতে পারেনি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক কর্মকর্তা বলেন, ‘সূচি এখনো নিশ্চিত হয়নি। আমরা এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ও অংশগ্রহণ করা দলগুলোর সঙ্গে আলোচনা করছি। একবার নিশ্চিত হলেই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূচি নিয়ে ইতোমধ্যে প্রচুর কাজ করলেও হাইব্রিড মডেলের দিকে ঝুঁকতে বাধ্য হতে পারে। এতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।

২০০৮ সালের পর ভারত কোনো দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান সফর করেনি। পিসিবি তাই বারবার চেষ্টা করেছে যেন অন্তত আইসিসি ইভেন্টে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে আসে। এশিয়া কাপ ২০২৩-এও একই পরিস্থিতি তৈরি হয়েছিল, ফলে তা হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজন করতে হয়েছিল। পিসিবি ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজন এবং খেলা শেষে চার্টার্ড বিমানে ফেরার ব্যবস্থা করতেও প্রস্তুত ছিল।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল অংশ নেবে, যার মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং বাংলাদেশ।

পূর্বে ফাঁস হওয়া সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা। সর্বশেষ ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।

(ঢাকাটাইমস/ ১০ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপনার সন্তানের কিডনির খেয়াল রাখবে যেসব সবজি ও ফল
শীতে কোন সময়ে যে নিয়মে ডিম খেলে দ্রুত ওজন কমবে
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা