সুশীল সমাজকে যে আহ্বান জানালেন সারজিস
আন্দোলনের পরিপূর্ণ ফল ঘরে তুলতে সুশীল সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ১৬ বছরের অপকর্মের কথাগুলো বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, ‘আমরা গত ১৬ বছর ভুলে গিয়ে ৩ মাসের পেছনে লেগেছি’। এসময় আন্দোলনের শহীদ এবং আহতদের আত্মত্যাগের কথা গণমাধ্যমে তুলে ধরারও আহ্বান জানান তিনি।
রবিবার গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের মঞ্চ থেকে এই আহ্বান জানিয়েছেন তিনি।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস বলেন, ২০২৪ এ ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য দুই হাজার মানুষকে হত্যা করেছে ক্ষমতা পিপাসুরা আমাদের প্রায় অর্ধ লাখ ভাই বোনদের আহত করেছে। ঐ ২৪ দিনে কীভাবে আপনাদের রক্তাক্ত করা হয়েছে, তা শুধু মাত্র আপনাদের স্মৃতিতে থাকলে হবে না। আপনাদের স্মৃতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও জানান, আপনারা না পারলে আমাদের কাছে লিখুন, ছবিগুলো পাঠান। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমরা সব সংগ্রহ করছি। আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ আপমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখুন।
নিহতদের পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনারা ভাই, বোন, সন্তান হারিয়েছেন। আপনারা হারানোর ব্যথা বোঝেন। খুনি হাসিনা কেনো পৃথিবীর কেউ এই ব্যথা বুঝবে না। কোনো কিছুর বিনিময়ে এই ক্ষতি পূরণ করা সম্ভব না। আপনাদের কাছে অনুরোধ কষ্টগুলো লিখিতভাবে আমাদের কাছে পাঠান। আমরা এগুলো শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর কাছে খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ড তুলে ধরতে চাই।
মিডিয়ার উদ্দেশ্যে সারজিস বলেন, বিগত ১৬ বছরে আপনাদের প্রকাশ করা উচিত ছিল, সেটা করতে পারেন নি। আপনাদের নিয়ন্ত্রণ করা হয়েছে। গত ১৬ বছরে যত অপকর্ম হয়েছে সাহস নিয়ে ভয় না করে আপনারা দেশের সামনে তুলে ধরুন।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন