ট্রাম্প-পুতিন ফোনালাপ, যে কথা হলো ইউক্রেন যুদ্ধ নিয়ে 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ১১:১৬
অ- অ+

ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্ববান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা আর না বাড়াতে ফোনালাপে পুতিনকে পরামর্শ দিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্স ও এনডিটিভি।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। দেশটির আড়াইশ বছরের ইতিহাসে ট্রাম্প দ্বিতীয় ব্যক্তি, যিনি এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন আগামী বছরের জানুয়ারিতে। তবে এরই মধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন।

সূত্রটি জানিয়েছে, সম্প্রতি ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলেছেন। এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনে জয়ের পরেই বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাসভবন থেকে পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। তখনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ সম্পূর্ণ হয়নি। তার আগেই দুই নেতার মধ্যে কথা হয়।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনকলের বিষয়ে তাদেরকে আগে জানানো হয়নি এবং এই কারণে তারা এই বিষয়ে সমর্থন বা আপত্তি জানাতে পারে না।

এই ফোনকলের বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ান দূতাবাস কোনো মন্তব্য করেনি। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়েছে, পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মূলত ইউক্রেন যুদ্ধ এবং এ সংক্রান্ত জটিলতা নিয়ে পুতিনের সঙ্গে কথা বলেছেন। যুদ্ধ বন্ধ করার জন্য এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা