ঢাকা টাইমসে সংবাদের পর মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে যুক্ত হলো উপদেষ্টা মাহফুজ আলমের নাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ২৩:৩২| আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২৩:৪৭
অ- অ+

ঢাকা টাইমসে সংবাদ প্রকাশের পর মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে যুক্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলমের নাম।

সোমবার রাত ১০টার পর থেকে মন্ত্রিপরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে উপদেষ্টাগণের তালিকায় ২২ নম্বরে মাহফুজ আলমের নাম প্রদর্শিত হয়।

এর আগে ‘শপথের ২৪ ঘণ্টায়ও মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে নাম নেই উপদেষ্টা মাহফুজের, কিন্তু কেন?’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম।

আরও পড়ুন— শপথের ২৪ ঘণ্টায়ও মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে নাম নেই উপদেষ্টা মাহফুজের, কিন্তু কেন?

ওই প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেও মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে নাম ওঠেনি মাহফুজ আলমের। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ছয়টা ৫৯ মিনিটে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে এই প্রতিবেদকের কথা বলার সময়ও উপদেষ্টা মাহফুজের নাম ও ছবি দেখা যায়নি।

তবে সরকারি এই ওয়েবসাইটে প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও বিশেষ সহকারীদের নামের তালিকা ও ছবি রয়েছে। নতুন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নামও রয়েছে সাইটটিতে।

রবিবার রাতে বঙ্গভবনে মাহফুজ আলমসহ অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নেন। ওই দিনই প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া তিনজন বিশেষ সহকারীর নামও ছিল মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে। তাদের নিয়োগের তারিখও উল্লেখ রয়েছে।

শুধু নেই উপদেষ্টা মাহফুজ আলমের নাম ও ছবি। যদিও শপথ নেওয়ার পর এখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি মাহফুজ আলম। এর আগে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন।

ওয়েবসাইটে মাহফুজ আলমের নাম থাকার বিষয়ে সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করে ঢাকা টাইমস।

সচিব বলেন, ‘আপনি (প্রতিবেদক) দৃষ্টি আর্কষণ করেছেন, উপদেষ্টার তালিকায় উনার (মাহফুজ) নাম উঠে যাবে।’

এরপর রাত ১০টার পর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে উপদেষ্টাদের তালিকায় মাহফুজ আলমের নাম প্রদর্শিত হতে দেখা যায়।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা