শপথের ২৪ ঘণ্টায়ও মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে নাম নেই উপদেষ্টা মাহফুজের, কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ১৯:২৭| আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২১:৪৪
অ- অ+

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেও মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে নাম ওঠেনি মাহফুজ আলমের। সর্বশেষ সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ছয়টা ৫৯ মিনিটে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে এই প্রতিবেদকের কথা বলার সময়ও উপদেষ্টা মাহফুজের নাম ও ছবি দেখা যায়নি।

তবে সরকারি এই ওয়েবসাইটে প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও বিশেষ সহকারীদের নামের তালিকা ও ছবি রয়েছে। আর ছবি না থাকলেও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নাম রয়েছে সাইটটিতে।

গতকাল রবিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নেন। অন্য একজন উপদেষ্টা হলেন সেখ বশির উদ্দিন। এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

ওই দিনই প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া তিনজন বিশেষ সহকারীর নামও জায়গা পেয়েছে মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে। তাদের নিয়োগের তারিখও উল্লেখ রয়েছে।

শুধু নেই উপদেষ্টা মাহফুজ আলমের নাম ও ছবি। যদিও শপথ নেওয়ার ২৪ ঘণ্টায়ও কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি মাহফুজ আলম। এর আগে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ ঢাকা টাইমসকে বলেন, গতকাল রাষ্ট্রপতির দপ্তর থেকে দুটি নোটিশ আসে। একটি হলো উপদেষ্টা হিসেবে যারা শপথ নেবেন তাদের নাম, আর অপরটি হলো উপদেষ্টাদের পোর্টফোলিও বণ্টন। উপদেষ্টা হিসেবে শপথের নোটিশে তার নাম ছিল। তবে পোর্টফোলিও বণ্টনে ওনার (মাহফুজ আলম) নাম নেই।

ওয়েবসাইটে উপদেষ্টাদের নাম নিয়ে তার দৃষ্টি আর্কষণের কথা উল্লেখ করে সচিব আরও বলেন, উপদেষ্টার তালিকায় তার (মাহফুজ) নাম উঠে যাবে।

সর্বশেষ এ রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে সাতটায়) নামের তালিকা আগের মতোই দেখা গেছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/আরএইচ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪
২০১৪ ও ১৮ সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাত আ.লীগ: অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গ্রিন রোডে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা