নিজের অভিষেক ম্যাচেই গতির ঝড় তুলেছেন রানা, যা বললেন নবি ও সিমন্স

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১৪:১২
অ- অ+

গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতির ঝড় তুলে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন নাহিদ রানা। এরপর সাদা পোশাকে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এবার ওয়ানডেতেও অভিষেক হয়ে গেল ডানহাতি এই ফাস্ট বোলারের। শারজাহ'তে আফগানিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচটায় হার দেখতে হলেও রনাহিদ রানা ঠিকই নজর কেড়েছেন। তার গতিতে মুগ্ধ প্রতিপক্ষ আফগানরাও।

শারজাহ'র মন্থর উইকেটে সোমবার (১১ নভেম্বর) ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন নাহিদ। একটি বলে তুলেছেন ১৫১ কিলোমিটার গতিও। গতির পাশাপাশি তার লাইন ও লেন্থও ছিল দারুণ। ১০ ওভার বোলিং করে এক মেডেনে ৪০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

সদ্য সমাপ্ত সিরিজে রানা গতকালই প্রথম খেলেছেন। তাতেই গতিতে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। এই সিরিজে রেকর্ড হওয়া সর্বোচ্চ গতির পাঁচটি বলই রানার করা।

এদিন ক্রিজে নেমেই রানার বাউন্সারের মুখোমুখি হতে হয়েছিল আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে। রানার গতিতে বিস্মিত তিনি। একই সঙ্গে মুগ্ধও। ম্যাচ শেষে নবি বলেন, ‘নাহিদ রানা ইয়াং ট্যালেন্ট। দারুণ গতিশালী। বাউন্সার দিয়ে সারপ্রাইজ করে দিয়েছিল আমাকে।’

রানার গতি মুগ্ধ করেছে বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্সকেও। এই স্পিডস্টারের উন্নতির জন্য কাজ করারও অঙ্গীকার করেন তিনি, ‘আসলে আমি জিনিসটা যেভাবে দেখি তা হচ্ছে, গতি এমন একটা জিনিস যা আপনি বাজার থেকে কিনতে পারবেন না। আপনি কাউকে দ্রুত বোলিং করতে শেখাতে পারবেন না। ফলে তার মাঝে এই প্রতিভাটা রয়েছে। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব এই এক্সাইটিং ট্যালেন্টের যত্ন নিতে। সেও দারুণ এক্সাইটিং ক্রিকেটার। অ্যাটিটিউড, বলের গতি সবকিছু মিলিয়েই। দারুণ লেগেছে তার খেলা দেখতে, চেষ্টা করে যাব তাকে গড়ে তুলতে।’

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাখাইয়ে শ্মশান কালী পূজায় বিএনপি নেতৃবৃন্দ 
পাচার হওয়া টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে সরকার: প্রেস সচিব
জ্যামাইকা টেস্ট: ৯৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
সত্যের সৌন্দর্য হলো ষড়যন্ত্রের ওপর জয়লাভ: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা