সেনসিটিভ দাঁতের সুরক্ষায় সেনসোডাইন নিয়ে এলো দেশের প্রথম ও একমাত্র মাউথওয়াশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ১৬:২৪| আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৬:৫১
অ- অ+

বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্র্যান্ড সেনসোডাইন-এর নতুন ইনোভেটিভ পণ্য সেনসোডাইন কমপ্লিট প্রোটেকশন+ মাউথওয়াশ, যা এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশেও। সেনসোডাইন মাউথওয়াশ ওরাল কেয়ার ক্যাটাগরিতে সেনসিটিভ দাঁতের সুরক্ষায় বাংলাদেশের প্রথম এবং একমাত্র মাউথওয়াশ, যা একইসঙ্গে দাঁতের ক্যাভিটি এবং এনামেলের সুরক্ষা প্রদান করে, আর কুল মিন্ট ফ্লেভার দেয় দীর্ঘস্থায়ী সতেজ নিঃশ্বাস। প্রতিদিনের ওরাল কেয়ারে মাউথওয়াশ ব্যবহারের উপকারিতা সম্পর্কে কনসুমারদের অবগত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সেনসোডাইন। মাউথওয়াশটি আপনার দৈনিক দাঁত ব্রাশের রুটিনের পরিপূরক হিসেবে কাজ করবে যা মুখগহ্বরের আরও বেশি জায়গায় পৌঁছে নিশ্চিত করবে সামগ্রিক ওরাল হেলথ সুরক্ষা। অ্যালকোহলবিহীন হওয়ায় সেনসোডাইন মাউথওয়াশ ব্যবহারে কোন জ্বালা-পোড়ার অনুভূতি হয় না এবং দাঁতে দাগ পড়ার ঝুঁকিও কমে।

জিএসকে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এবং ম্যানেজিং ডিরেক্টর তানবীর আশরাফ বলেন, ‘বাংলাদেশে সেনসোডাইন মাউথওয়াশটি নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত। সামগ্রিক ওরাল কেয়ারে বাংলাদেশের কনসুমারদের পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষায় এটি আমাদের আরেকটি মাইলফলক। ওরাল কেয়ারে সেনসোডাইনের দীর্ঘ অভিজ্ঞতায় আমরা বিশ্বাস করি মাউথওয়াশটি বাংলাদেশের মানুষদের প্রতিদিনের ওরাল কেয়ার রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।’

সেনসোডাইন কমপ্লিট প্রোটেকশন+মাউথওয়াশ বর্তমানে আপনার নিকটস্থ মডেল ফার্মেসী, সুপারশপ এবং অনলাইন স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের সুবিধার জন্য মাউথওয়াশটির রয়েছে ১০০ মিলি এবং ২৫০ মিলি’র দুইটি প্যাক ।

সেনসোডাইন, সেনসিটিভ দাঁতের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ একটি বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে সুপরিচিত। টুথপেস্ট, টুথব্রাশ এবং মাউথওয়াশের নতুন এবং ইনোভেটিভ পণ্য নিয়মিতভাবে বাংলাদেশে উন্মোচনের মাধ্যমে সেনসোডাইন মানুষের ওরাল হেলথ ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিস্তারিত জানতে: +৮৮০৯৬৭৮৭৭৩৩৭৭ এবং [email protected]

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফতুর বানানো হয়েছে: নিউইয়র্ক টাইমস
শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি ভৈরবে গ্রেপ্তার
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা