আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নোমান আলী
২০২৩ সালের ২৪ জুলাই পাকিস্তানের হয়ে সবশেষ টেস্ট খেলেছিলেন নোমান আলী। এরপর চলতি বছরের অক্টোবরের আগে আর সাদা পোশাকে পাকিস্তানের হয়ে মাঠে নামা হয়নি তার। তবে চলতি বছরের অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ পান তিনি।
দলে সুযোগ পেয়েই দুই ম্যাচে ২০ উইকেট নিয়ে ও পাকিস্তানকে সিরিজ জিতিয়ে লিখলেন দারুণ প্রত্যাবর্তনের গল্প। এমন অর্জনে এবার জিতলেন আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কারও।
আনুষ্ঠানিক বিবৃতিতে মঙ্গলবার অক্টোবর মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি।
মাস সেরা হওয়া দৌড়ে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে। যারা ভারত ও বাংলাদেশের বিপক্ষে দারুণ করেছিলেন বল হাতে।
সবশেষ ২০২৩ সালের আগস্টে সবশেষ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সাবেক অধিনায়ক বাবর আজম জিতেছিলেন আইসিসির মাসসেরা পুরস্কার। এক বছরেরও বেশি সময় পর এবার জিতলেন নোমান।
মাস সেরা পুরস্কার জেতার পর নোমান বলেছেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার সতীর্থদের কাছে খুবই কৃতজ্ঞ যারা আমাকে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করতে সহযোগিতা করেছে এবং ঐতিহাসিক সিরিজ জিততে সাহায্য করেছে। দেশের এমন স্মরণীয় জয়ের অংশ হতে পারা সব সময়ই দারুণ ব্যাপার।’
দলে ডাক পাওয়ার পর নোমান প্রথম ম্যাচে ১৪৭ রান দিয়ে ১১টি ও দ্বিতীয় ম্যাচে ১৩০ রান দিয়ে ৯টি উইকেট নেন। তাতে তিন বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে জিতে পাকিস্তান।
(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন