পূর্বাচল লেকের পাড়ে পলিথিনে মোড়ানো খণ্ড-বিখণ্ড দেহাংশ উদ্ধার

রূপগঞ্জ (না.গঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৯
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের নম্বর সেক্টরের লেকের পাড় থেকে তিনটি পলিথিনের বস্তায় ভর্তি অজ্ঞাতনামা যু্বকের (৪০) শরীরের বিভিন্ন অংশের সাতটি টুকরো উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকের পাড় থেকে খণ্ড-বিখণ্ড দেহাংশ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সকাল আটটার দিকে পূর্বাচলের লেকের পাড়ে তিনটি কালো পলিথিনে বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি-ভুঁড়ি, বাম পা, বাম উড়ুর কাটা অংশ উদ্ধার করে।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে - দিন আগে যুবককে হত্যা করে তার মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিনের বস্তায় ভরে গতকাল রাতের কোনো সময় ফেলে রেখে গেছে।

তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি দল ঘটনাস্থলে যাওয়ার কথা জানান ‍ওসি।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা