প্রশাসন থেকে গণহত্যায় সহায়তাকারীদের সরাতে হবে: জুয়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ২০:৪১
অ- অ+

জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ১৬ বছর আওয়ামী লীগের ছিল ভয়াবহ দুঃশাসন। এই দলের নেতাদের কাজ ছিল শেখ মুজিব ও তার পরিবারের গুণগান গাওয়া, অর্থ লুটপাট করা, সেটি পাচার করা।

তিনি বলেন, যারা পতিত স্বৈরশাসকের দোসর ছিলেন, হালুয়া রুটির ভাগ নিয়েছেন, সুবিধাভোগী ছিলেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন থেকে গণহত্যায় সহায়তাকারীদের সরাতে হবে।

বুধবার রাজধানীর রূপনগরস্থ আরামবাগ ঈদগাহ মাঠে থানা যুবদলের ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের উদ্যোগে এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

জুয়েল বলেন, ইউনূস সরকারকে সমর্থন করি। ভবিষ্যতেও করব। কিন্তু আপনারা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। ১০-২০ বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। যারা আওয়ামী লীগের কুশীলব ছিলো এরা এখনো বহাল তবিয়তে আছে, এদেরকে সরাতে হবে। এটি শুধু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।

তিনি বলেন, আপনারা শহীদ ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। কোনো অবস্থায়ই আওয়ামী লীগ ও ভারতের প্রতি দরদ দেখাবেন না।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় দিতে চাই। অন্য কোনো পথে হোক এটা আমরা আশা করি না। ফলে আপনারা একটি নির্বাচনের দিকে এগিয়ে যান।

রূপনগর থানা যুবদল ৬ নং আঞ্চলিক ওয়ার্ডের আহবায়ক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও থানা যুবদলের আহবায়ক সোয়েব খান ও সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, মহিলাদল ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব অ্যাড. রুনা লায়লা, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুল হক, যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, অলিউল হাসানাত তুহিন মাষ্টার,পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,পল্লবী থানা যুবদলের আহবায়ক হাজী নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাঈম হোসেন,পল্লবী থানা মহিলা দল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/জেবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের স্বর্ণজয়ী শ্যুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই
সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় গ্রাহক সমাবেশ
সাউথইস্ট ব্যাংকের আইএসও ২০০২২ ট্রানজিশন এবং সুইফট নিরাপত্তা বিষয়ক কর্মশালা
প্রশ্নফাঁসের অভিযোগ ওঠা রেলের সেই উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা