জয়পুরহাটে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জয়পুরহাটে দিলীপ চন্দ্র নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাতিল বুলুপাড়া এলাকার একটি আখখেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দিলীপ চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শাহেদ আল মামুন জানান, বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বের হন দিলীপ চন্দ্র। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে বৃহস্পতিবার সকালে খঞ্জনপুর-গতনশহর সড়কের আখখেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তখন পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, এ হত্যার বিষয়ে কিছু তথ্য মিলেছে। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।(ঢাকা টাইমস/১৪নভেম্বর/এসএ)

মন্তব্য করুন