তিন মাস পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, ১৩:৫৫
অ- অ+

দীর্ঘ তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হয়েছে।

শুক্রবার ভোর ৬টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি চলাচল শুরু করেছে। তবে ছুটির দিন থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করা একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে স্টেশন দুটি মেরামতসহ ট্রেনটি চালুর দাবিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান সহ সভা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় ট্রেনটি চালু করার পিছনে যার অবদান সবচেয়ে বেশি যার জন্য সিরাজগঞ্জ বাসী আবার ট্রেনের হুইসেল শুনতে পাবে সেই সাইদুর রহমান বাচ্চু ভাইকে আজীবন মনে রাখবে শহরবাসী।

পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক পাকশি শাহ সুফি নুর মোহাম্মদের সাথে কথা হলে তিনি বলেন, ‘ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে ট্রেনটি চালু করা হয়েছে। বিশেষ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ভাই আমার সাথে একাধিক বার ফোনে কথা বলেছেন যেন দ্রুত সময়ের মধ্যে ট্রেনটি চালু হয় সেই সাথে এম মনসুর আলী স্টেশনটির দিকে ও যেন নজর দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘২০ নভেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশনটিও চালু করা হবে।’

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা