এক ইনিংসে একাই ১০ উইকেট শিকার করলেন ভারতীয় পেসার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, ১৮:২০
অ- অ+

ক্রিকেট খেলায় প্রতিনিয়ত তৈরি হয় নতুন নতুন রেকর্ড। এবার আরও একটি নতুন ঘটনার সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে বিরল এক কীর্তি গড়েছেন পেসার আনশুল কাম্বোজ। টুর্নামেন্টেরে ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেনে এই পেসার।

৩০.১ ওভার, ৯ মেইডেন, ৪৯ রান এবং ১০ উইকেট– এক ইনিংসেই এমন এক বোলিং ফিগারে ভারতের মর্যাদাপূর্ণ ঘরোয়া আসর রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়েছেন আনশুল কম্বোজ। হরিয়ানার এই বোলার এক ইনিংসে শিকার করেছেন প্রতিপক্ষ কেরালা রাজ্যের সব উইকেট।

রঞ্জি ট্রফির ২০২৪-২৫ মৌসুমের পঞ্চম রাউন্ডে চৌধুরি বানসি লাল স্টেডিয়ামে কেরালার বিপক্ষে খেলছে হারিয়ানা। আগের দিনে ৮ উইকেট তুলে নিয়ে বৃহস্পতিবার বোলিংয়ে এসেছিলেন আনশুল। রেকর্ড করতে আরও দুই উইকেট নিতে হতো ডানহাতি পেসারের। শেষ ব্যাটার হিসেবে শন রজারকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে প্রতিপক্ষের ১০ ব্যাটারকেই আউট করার কীর্তি গড়েন তিনি।

হরিয়ানার বোলার হিসেবে এটাই রঞ্জির ইতিহাসে সেরা বোলিং ফিগার। এর আগে বিদর্ভের বিপক্ষে ২৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন জগিন্দার শর্মা। সেই সঙ্গে রঞ্জিতে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে প্রতিপক্ষের সব ব্যাটারের উইকেট নেয়ার কীর্তি গড়েছেন আনশুল। ১৯৫৬-৫৭ মৌসুমে বাংলার প্রেমাংশু চ্যাটার্জি ও ১৯৮৫-৮৬ মৌসুমে রাজস্থানের প্রদীপ সান্দেরামও ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছিলেন।

সব মিলিয়ে ভারতের ষষ্ঠ বোলার হিসেবে এমন রেকর্ড করেছেন আনশুল। লেগ স্পিনার শুভাশীষ গুপ্ত, অনিল কুম্বলে এবং উড়িশার পেসার দেবাশীষ মোহন্তির এমন কীর্তি আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি আছে তিনজনের। তাতে ভারতের একমাত্র বোলার কুম্বলে। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দিল্লি টেস্টে ছিল এই কীর্তি। আন্তর্জাতি ক্রিকেটেও ইনিংসে ১০ উইকেট নেয়া বাকি দুজন ইংল্যান্ডের জিম লেকার ও নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা