সোনারগাঁয়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে মেঘনা গ্রুপের টিস্যু কারখানার আগুন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩৪| আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১২:৪০
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনের আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ভোর ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

রাজন মিয়া নামে ওই কারখানার এক শ্রমিক বলেন, ‘রাতে ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পড়তে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন এক ভবন থেকে আরেক ভবনে ছড়িয়ে পড়েছে। এমন ভয়াবহ দৃশ্য আগে দেখিনি।’

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, ‘আমরা ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের ১২টি ইউনিট ও মেঘনা গ্রুপের ২টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করে পরে তথ্য জানাতে পারব।’

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা