জবিতে ইরানি চলচ্চিত্র উৎসব শুরু মঙ্গলবার

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:২৯| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৮
অ- অ+

জবি ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের পৃষ্ঠপোষকতায় আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) পর্দা উঠছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইরানি চলচ্চিত্র উৎসব ২০২৪’-এর। উৎসবটি আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত চলবে।

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এ চলচ্চিত্র উৎসবের।

এদিন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জবির উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি, ইরানিয়ান কালচারাল সেন্টারের কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন এবং চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ‘ইরান-বাংলাদেশ ফিল্ম কো-প্রোডাকশন: ব্রিজিং মার্কেটস অ্যান্ড কালচার’ শীর্ষক আলোচনা। ৩ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ইরানের ৬টি চলচ্চিত্র– বডিগার্ড, কালার অব প্যারাডাইস, দ্য সারভাইভার, দ্য সং অব স্প্যারোস, টেইস্ট অব চ্যারি এবং চিলড্রেন অব হেভেন।

উৎসব চলাকালে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে জবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে। চলচ্চিত্রগুলোর প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশে ইরানি দূতাবাসের কালচারাল সেন্টার। উৎসবের সকল তথ্য জানা যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের ফেসবুক পেইজে।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্মক্লাব নিয়মিত চলচ্চিত্র উৎসবসহ চলচ্চিত্রবিষয়ক সেমিনার, মাস্টার ক্লাস আয়োজন করে আসছে।

(ঢাকা টাইমস/০১ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এলাচ! আলসারের সমস্যায়ও মহৌষধ
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা