পর্নগ্রাফি মামলা: বলিউড নায়িকা শিল্পা শেঠির স্বামীকে তলব

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৭
অ- অ+

পর্নগ্রাফির মামলায় বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা শিল্পী শেঠির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রাকে তলব করেছে ভারতের এনফোর্মমেন্ট ডিপার্টমেন্ট বা ইডি। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার মধ্যে তাকে ইডির মুম্বাই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।

তবে শুধু রাজ কুন্দ্র নয়, এ মামলার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদেরও তলব করেছে দেশটির কেন্দ্রীয় এই সংস্থা। তাদেরকে পর্নগ্রাফির মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে চলতি সপ্তাহে পর্নগ্রাফিকাণ্ডের তদন্তে মুম্বাই ও উত্তরপ্রদেশের অন্তত ১৫ জায়গায় তল্লাশি চালায় ইডি। গত মঙ্গলবার তারা হানা দেয় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার বাড়িতেও। পাশাপশি তার অফিসেও ব্যাপক তল্লাশি চালানো হয়। এবার তাকে ডেকে পাঠানো হলো।

এ বিষয়ে রাজ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইডির এই তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করছেন। কোনোভাবেই সত্যকে ঢাকা দেওয়া যাবে না বলেও দাবি করেন তিনি। তবে বাড়িতে ইডি তল্লাশির সঙ্গে স্ত্রী শিল্পার প্রসঙ্গ টানায় সংবাদমাধ্যমের প্রতি অসন্তোষও প্রকাশ করেন রাজ।

পর্নগ্রাফি তৈরির মাধ্যমে বিপুল টাকা আয়ের অভিযোগ ২০২১ সালের জুন মাসে গ্রেপ্তার হন শিল্পী শেঠির স্বামী রাজ কুন্দ্রা। দুই মাস কারাবরণ তিনি। জামিন পান ওই বছরের সেপ্টেম্বরে। আদালত থেকে আদেশ দেওয়া হয়, জামিন পেলেও রাজ যেন কোনো ভাবে বিদেশে চলে না যান।

ওই সময় পর্নগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করেছিল মুম্বাই পুলিশ। তদন্তে নেমে ‘হটশট’ নামে বিশেষ একটি অ্যাপের সন্ধান পেয়েছিল মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ওই অ্যাপ যে সংস্থা নিয়ন্ত্রণ করত, তার মালিক ছিলেন রাজ। একাধিক সার্ভার থেকে পর্নগ্রাফি ভিডিও, স্বল্প ও লম্বা দৈর্ঘ্যের ছবিও মিলেছিল।

অভিযোগ, মোবাইল অ্যাপের মাধ্যমে এ ধরনের ছবি তৈরি করতেন রাজ। তারপর তা বিক্রি করতেন। বাইরের দেশ পর্যন্ত এই চক্র বিস্তৃত বলেও অভিযোগ উঠেছিল। রাজ অবশ্য প্রথম থেকেই দাবি করেছেন, পর্নগ্রাফি ভিডিও তৈরির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।

এদিকে পর্নগ্রাফির পাশাপাশি বিটকয়েন দুর্নীতিতেও নাম জড়িয়েছে রাজের। চলতি বছরের শুরুর দিকে রাজ ও শিল্পার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। অভিযোগ, বিটকয়েন দুর্নীতির মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা পেয়েছেন বলিউডের এই আলোচিত দম্পতি।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা