যুব এশিয়া কাপ: টানা দুই জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩২
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ফরম্যাটে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। এবারের আসরে 'এ' গ্রুপে আছে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে জুনিয়র টাইগাররা।

এবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করলো টাইগার যুবারা।

রোববার (১ ডিসেম্বর) নেপালকে মাত্র ১৪১ রানে গুঁড়িয়ে দেয়ার পর ১২৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে লাল সবুজরা।

রান তাড়ায় নেমে ৬৫ বল মোকাবিলায় ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ওপেনার জাওয়াদ আবরার। এছাড়া ৭১ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক মোহাম্মদ আজিজুল হাকিম তামিম। তবে ব্যর্থ ছিলেন কালাম সিদ্দিকি আলিন, মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন। তিন জনই রানের খাতা খুলতে ব্যর্থ হন। ৮ রান খরচায় ২ উইকেট নিয়ে নেপালের পক্ষে সফল বোলার যুবরাজ খাত্রি।

এদিন আল ফাহাদ, ইমন ও রিজানদের বোলিং তোপে ৪৫.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪১ রানে গুঁড়িয়ে গিয়েছিল নেপাল। দলের পক্ষে ৭৭ বল মোকাবিলায় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার আকাশ ত্রিপাঠি। এছাড়া সমান ২৯ রানের ইনিংস খেলেন উত্তম রঙ্গু থাপা মাগার ও অভিষেক তিওয়ারি। লাল সবুজদের পক্ষে সমান ২টি করে উইকেট শিকার করেন আল ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন ও রিজান হোসেন।

এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছিল যুবারা। তাতে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে নিশ্চিত হয়েছে আসরের সেমিফাইনাল। একই গ্রুপ থেকে পরপর দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কাও। গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা