চাঁদাবাজি-দখলবাজির খবর প্রকাশ, রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে চলল গুলি

সোনারগাঁ (নারায়ণঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:২২
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজি ও জমি দখলের খবর প্রকাশ করায় জাহাঙ্গীর মাহমুদ নামে এক সাংবাদিকের বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৭টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়িতে এভাবে গুলি চালানোর ঘটনায় তার পরিবার এবং স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন।

সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ জানান, মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ গ্রুপের ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিন বাহিনীর বিরুদ্ধে তিনি বিভিন্ন সময়ে মাদক, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ দিন ধরে ইয়াসিন মিয়া ক্ষতিপূরণ বাবদ জাহাঙ্গীর মাহমুদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আাসছেন।

জাহাঙ্গীরের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে এবং দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফেন্সি ইয়াসিনের নেতৃত্বে কাজল, রাব্বিল, রকি, ইমনসহ ৪০/৫০ জনের সন্ত্রাসী বাহিনী ইট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয়। এছাড়া হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা ত্যাগ করে।

এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

জাহাঙ্গীর মাহমুদের আরও অভিযোগ, কয়েকদিন ধরেই কাইল্লা মাসুদ, ফেন্সি ইয়াছিন, কাজলসহ আসামি পক্ষের সন্ত্রাসীরা মামলা তুলে নিতে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় গত শনিবার (৩০ নভেম্বর) জাহাঙ্গীর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রবিবার দুপুরে মামলার আসামি রাব্বিল ও রকি নারায়ণগঞ্জ আদালতে জামিন চান। আদালত রকিকে জামিন দিলেও রাব্বিলকে কারাগারে পাঠান। এরপর বিকালে কাইল্লা মাসুদ ও ফেন্সি ইয়াছিনের নেতৃত্বে জাহাঙ্গীরের বাড়ি আশপাশের রাস্তা দিয়ে হোন্ডার মহড়া দেয় এবং গালিগালাজ করে।

পরে রাত সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীরকে হত্যার উদ্দেশ্যে ঘরের জানালা দিয়ে গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। গুলিটি জানালা ছিদ্র হয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। যদিও এতে জাহাঙ্গীরের কোনো ক্ষতি হয়নি। তবে ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাঙ্গীর ও তার পরিবার।

এ ব্যপারে জানতে কাউল্লা মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

ভুলতা পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বকেয়া পারিশ্রমিক নিয়ে এবার যা বললেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার
৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু
সাহস বটে ওলিওর! পালিয়ে থেকেও দখলে নিলেন শতকোটির সম্পত্তি
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, ফিরছেন বাসায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা