শ্রীপুরে অজ্ঞাত গাড়িচাপায় নারী শ্রমিকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়িচাপায় রহিমা আক্তার (৩০) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়াইদেরচালা স্টার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের রুহুল আমিনের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার নারী শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে স্টার ফিলিংয়ের সামনে থেকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত গাড়ি চাপায় ওই নারীর মৃত্যু হয়। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন