সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩
সাভারে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর রহমান। মজিবুর নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন।
আহত দুজন হলেন- শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।
নিহত মজিবুর রহমানের ভাগনে হাকিম কোম্পানি বলেন, আমার মামা মজিবুরসহ প্রাইভেটকারটিতে পাঁচজন ছিলেন। প্রাইভেটকারে করে মামা ও তার সঙ্গীরা সাভারের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
(ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)
মন্তব্য করুন