জ্যামাইকা টেস্ট: জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৪২| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫
অ- অ+

পিছনের সব ব্যর্থতা ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের ১৯৩ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সতীর্থরা সঙ্গ দিতে না পারলেও একপ্রান্ত আগলে রেখে চার-ছক্কার ঝড় তোলেন জাকের আলী। টেস্ট ক্যারিয়ারে তার সেরা ইনিংসে কিংস্টনে জয়ের জন্য দারুণ পুঁজি পেলো বাংলাদেশ।

জ্যামাইকা টেস্টের চতুর্থ দিনে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সব কটি উইকেট হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামল ২৬৮ রানে রানে। এতে বাংলাদেশর লিড দাঁড়িয়েঝে ২৮৬। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডজকে করতে হবে২৮৭ রান। ১০৬ বলে ৮ চার ও ৫ ছক্কার মারে ৯১ রান করে আউট হন জাকের।

আজ আগের দিনের ১৯৩ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার হাকের আলী ও তাইজুল ইসলাম। তবে চতুর্থ দিনের শুতেই ভাঙে এই জুটি। দিনের শুরুতেই আলজারি জোসেফের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তাইজুল। তার বিদায়ে ভাঙে ৩৪ রানের জুটি।

অসুস্থতার কারণে দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওয়ানডাউন পজিশনে ব্যাটিংয়ে নামেননি মুমিনুল হক। পরে তৃতীয় দিনে তাকে আর ব্যাটিংয়ে নামতে দেখা যায়নি। তবে আজকে তাইজুলের বিদায়ের পর ক্রিজে নামেন তিনি। তবে আজও ব্যর্থ মুমিনুল হক। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানেই সাজঘরে ফিরে যান মুমিনুল। তর বিদায়ে ২১১ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

মুমিনুলের বিদায়ের পর হাসান মাহমুদের সঙ্গে জুটি গড়েন জাকের আলী। এই জুটিতে ভর করে বাংলাদেশের লিড আড়াইশ ছাড়ায়। তবে এরপরেই ভাঙে এই জুটি। দলীয় ২৪৩ রানে হাসান মাহমুদের বিদায়ে ভাঙে ৩২ রানে জুটি।

হাসান মাহমুদের বিদায়ের পর সাজঘরে ফিরে যান তাসকিন আহমেদও। ৬ বলে শূন্য রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ২৪৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ।

এই দুই ব্যাটারের বিদায়ের পর নাহিদ রানাকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন জাকের আলী। দশম উইকেটে নাহিদ রানাকে নিয়ে তিনি গড়েন ২২ রানের জুটি। ১০৬ বলে ৯১ রান করে জাকের সাজঘরে ফিরে গেলে ২৬৪ রানেই থামে বাংলাদেশের সংগ্রহ। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন জাকের আলী।

ব্যাটিং ব্যর্থতায় জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশকে মাত্র ১৬৪ রনে অলআউট করে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৭০ রান করে দ্তিীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। আর তৃতীয় দিনে নাহিদ রানার বোলিং তোপে ১৪৬ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।

যার ফলে ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬৮ রানে থামল বাংলাদেশ। যার ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২৮৭ রান।

(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা