আসামে নিষিদ্ধ হলো প্রকাশ্যে গরুর মাংস পরিবেশন ও খাওয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৫
অ- অ+

আসামে প্রকাশ্যে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার এই ঘোষণা দেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে “রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে বিজেপিদলীয় এই মুখ্যমন্ত্রী বলেন, “গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনের জন্য বৈঠকটি করা হয়। আইন সংশোধনের উদ্দেশ্য নতুন বিধান যুক্ত করা।”

আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে, কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন করা যাবে না বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন হিমন্ত বিশ্বশর্মা। বলেন, রাজ্যের হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন-খাওয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

হিমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের আরও বলেন, “আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। কিন্তু এখন তারা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন।

উল্লেখ্য, আসামে গরুর মাংস খাওয়া বেআইনি না হলেও রাজ্যটির গবাদিপশু সংরক্ষণ আইন (আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট) ২০২১ অনুযায়ী হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ
বোনকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজের সাক্ষাৎ
সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা