বঙ্গবন্ধু মৎসজীবী পরিষদের সভাপতি নাসির উদ্দিন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের পশ্চিমে আহাদুল ইসলামকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় বঙ্গবন্ধু মৎসজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
গত ১৭ অক্টোবর ভুক্তভোগী আহাদুলের বাবা মো. বাকের বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের পশ্চিমে শুকুর আলী গার্মেন্টস মোড়ে আমার ছেলে মো. আহাদুল ইসলাম অংশগ্রহণ করে। এসময় নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসসহ আরও ১৮০ জন আসামিসহ অসংখ্য অজ্ঞাতনামা আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনীসহ আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন এবং ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ অসংখ্য ককটেল ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে এবং আগ্নেয়াস্ত্র দ্বারা সরাসরি গুলিবর্ষণ করে। ঐদিন গুলি বরর্ষণকালে বিকাল সাড়ে ৪টার দিকে মেরাদিয়া বাজারের পশ্চিমে শুরুর আলী গার্মেন্টস মোড়ে অসংখ্য ছাত্র-জনতার সঙ্গে আমার ছেলে মো. আহাদুল ইসলামও বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়। এরপর সন্ত্রাসীরা তাকে লাঠিপেটা করে আরও রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তী সময়ে সেখানে উপস্থিত ছাত্র-জনতা আহাদুল ইসলামকে চিকিৎসার জন্য ফেমাস স্পেশালাইজড হসপিটাল নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তৎক্ষণাৎ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিন্তু হসপিটালে ভর্তি থাকাবস্থায় আসামিরা নানারকম ভয়ভীতি দেখায়।
(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএম/এফএ)
মন্তব্য করুন