১৬ মাস পর ফিরে আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের সুপ্তা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫২
অ- অ+

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াষ করেছে বাংলাদেশ নারী দল। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাস সেরা ক্রিকেটারেরও মনোনয়ন পেলেন টাইগ্রেস এই ব্যাটার।

প্রত্যাবর্তনটা দারুণভাবে রাঙালেন শারমিন আক্তার সুপ্তা। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার চলতি বছর নিয়েছিলেন আম্পায়ারিংয়ের প্রশিক্ষণ। তখনই ক্রিকেটে তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তবে শারমিন ঘুরে দাঁড়ালেন সবাইকে চমকে দিয়ে। ১৬ মাস পর জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে প্রথম মাসেই আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন এই ব্যাটার।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ৩ ম্যাচেই তার ব্যাট হেসেছে দারুণভাবে। প্রথম ম্যাচে ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচ করেন গুরুত্বপূর্ণ ৪৩ রান। আর শেষ ম্যাচে ৭২ রান করেন তিনি। তবে এই ম্যাচটি ডিসেম্বরে হওয়ায় বিবেচনায় নেয়নি আইসিসি। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের বিচারে গত মাসের সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন সুপ্তা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইসিসির মাসসেরা পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। নারী ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশের সুপ্তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। পুরুষদের তালিকায় ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের হারিস রউফের সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়েনসন।

চলমান দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড নারী দলের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট এবং বল হাতে দারুণ পারফর্ম করেছেন প্রোটিয়া পেস অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক। ওই সিরিজে ব্যাট হাতে ৮০ রান করার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন ৪ উইকেট। অন্যদিকে ওয়াট হজও সেই সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। ৩ ম্যাচে করেছেন ১৪২ রান। আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচনে জুরি বোর্ডের পাশাপাশি দর্শকরাও ভোট দিতে পারেন। আইসিসির ওয়েবসাইটে গিয়েই মিলবে ভোট দেয়ার অপশন। বাংলাদেশ নারী ক্রিকেটারদের মধ্যে নাহিদা আক্তার গত বছর সর্বপ্রথম আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার যোগ্যতা অর্জন করেন। সুপ্তা মনোনীত হলে বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়বেন।

(ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা