জামালপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষকের মৃত্যু

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মন্তাজ আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মন্তাজ আলী উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রী বাড়ি এলাকার মৃত জোনাব আলীর ছেলে। আহত শামসুল হক একই এলাকার মৃত আকবর আলী ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মন্তাজ আলীর সাথে পূর্ব থেকে প্রতিবেশী আক্তার মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে সকালে সালিশ হয়। সালিশে স্থানীয়রা সরকারি আমিন দিয়ে মেপে জমি মন্তাজ আলীকে বুঝিয়ে দেয়। সেই জমিতে মন্তাজ আলী বীজতলা তৈরি করতে গেলে প্রতিপক্ষ আক্তার মিয়ার লোকজন অতর্কিত হামলা করে। এ হামলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মন্তাজ আলীকে মৃত ঘোষণা করেন। আর আহত শামসুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, মরদেহ হাসপাতালে রযেছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/০৬ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন