জাজিরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৮
অ- অ+

শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল দুর্ঘটনায় খালিদ হাসান ফেরদৌস (২০) নামের এক যুবক নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে জাজিরা পৌর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস উপজেলার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি শাহী মসজিদ এলাকার বাসিন্দা মফিজ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজের মোটরসাইকেল নিয়ে পুরাতন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন ফেরদৌস। জাজিরা পৌর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কে আসার পর হঠাৎ করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। হেলমেট না থাকায় এতে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকা যাওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সেই মারা যান ফেরদৌস।

নিহত ফেরদৌসের স্বজনরা জানান, ফেরদৌসের এর আগেও হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে আজও গাড়ি চালানো অবস্থায় মাথা ঘুরে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তিনি।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, ‘কবরস্থান সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ মারা গেছে। এ ঘটনায় যদি কোনো অভিযোগ না করা হয়, তাহলে এটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হবে।’

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
জেনে নিন ঢাকায় ফিরে কোন গাড়ি চড়বেন বেগম খালেদা জিয়া, প্রস্তুত নতুন টয়োটা ক্রাউন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা