আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:০৩
অ- অ+

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আজ বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টের পর এই ঘোষণা দেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার।

ব্রিজবেনের গাবা স্টেডিয়ামে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট হয় ড্র। ম্যাচ শেষে রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অশ্বিনও। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা জানান ভারতীয় স্পিনার।

ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের খবরে জানায়, ঘোষণার পরপরই অবসরে চলে যাচ্ছেন অশ্বিন। ব্রিসবেনের পর থেকে ভারতের ড্রেসিংরুমেও আর দেখা যাচ্ছে না এই অফস্পিনিং অলরাউন্ডারকে। চলতি সিরিজে একটিমাত্র টেস্ট খেলেছেন তিনি। তাতে ৫৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। নিজের সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে নিয়েছেন মোটে ৯ উইকেট।

ক্যারিয়ারের শেষে অশ্বিন টেস্ট ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েই বিদায় নিচ্ছেন। ২৪ গড়ে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট তার ঝুলিতে। ভারতের ক্রিকেটে অশ্বিনের সামনে আছেন কেবল ১৩২ টেস্ট থেকে ৬১৯ উইকেট নেয়া অনিল কুম্বলে।

বেশ কিছুদিন ধরেই ভারতের ঘরের বাইরের সূচিতে নিয়মিত মুখ নন অশ্বিন। ভারতের পরের সিরিজ ইংল্যান্ডে। যখন খেলা হবে তখন তার বয়স হবে ৩৯। সবকিছু বিবেচনায় এখানেই ম্যান ইন ব্লুদের হয়ে শেষ দেখে নিয়েছেন অশ্বিন। ৫৩৭ উইকেটের পাশাপাশি ৩ হাজার ৪৭৪ রান তার নামের পাশে। আছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পাশাপাশি ১১টি ম্যান অব দ্য সিরিজের বিশ্বরেকর্ড।

অবসরের ঘোষণা দিতে গিয়ে অশ্বিন বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।’

অশ্বিন অনেক ভেবেচিন্তেই সিরিজের মাঝেই অবসরের ঘোষণা দিয়েছেন বলে মনে করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, 'সে কী সিদ্ধান্ত নিচ্ছে, সে ব্যাপারে পুরোপুরিই নিশ্চিত। সে যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের তা মেনে নেয়া উচিত।'

টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক অশ্বিন। কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলের (৬১৯ উইকেট) চেয়ে ৮২টি উইকেট কম নিয়েই ক্যারিয়ার শেষ করলেন অশ্বিন। ১০৬ টেস্টের ২০০ ইনিংসে ২৪ গড়ে ৫৩৭ উইকেট শিকার করেছেন অশ্বিন। ৩৭বার নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। এছাড়া ম্যচে ১০ উইকেট শিকার করেছেন ৮বার। বেশ কয়েকবার টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। টেস্ট ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চবার সিরিজসেরার পুরস্কার জেতার রেকর্ড অশ্বিনের।

টেস্ট ছাড়াও জাতীয় দলের হয়ে ১১৬টি ওয়ানডে এবং ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন অশ্বিন। ওয়ানডে ফরম্যাটে ৩৩.২০ গড়ে ১৫৬ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৩.২২ গড়ে ৭২ উইকেট শিকার করেছেন তিনি।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেশ কয়েকবার শীর্ষ অলরাউন্ডার হওয়া অশ্বিন ব্যাট হাতেও দারুণ ভূমিকা পালন করে থাকেন। টেস্টে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (৬টি) সমান সেঞ্চুরির মালিক অশ্বিন। ব্যাট হাতে ১৫১ ইনিংসে ২৫.৭৫ গড়ে ৬ সেঞ্চুরি ও ১৪ হাফ সেঞ্চুরিতে ৩৫০৩ রান করেছেন তিনি। সর্বোচ্চ রানের ইনিংসটি ১২৪ রানের।

এছাড়া ওয়ানডে ফরম্যাটে ১৬.৪৪ গড়ে ৭০৭ এবং টি.টোয়েন্টিতে ২৬.২৮ গড়ে ১৮৪ রান করেছেন তিনি।

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা