দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:১২
অ- অ+

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টায় উপজেলার কবিরাজহাট এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাধব রায় দিনাজপুর জেলার চিররবন্দর উপজেলার মশালপুর গ্রামের বাসিন্দা শিক্ষক কৈশিক রায়ের ছেলে এবং একই এলাকার বাসিন্দা দীপু রায়।

বীরগঞ্জ থানার এসআই মো. সিরাজ ঘটনা নিশ্চিত করে জানান, বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী ট্রাক ও ঠাকুরগাঁও থেকে বীরগঞ্জের উদ্দেশ্যে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মাধব রায় নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী দীপু রায়কে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মোহাম্মদ মহসিন মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষ ঘটে। ৫টি মোটরসাইকেলে বন্ধুরা ঠাকুরগাঁওয়ের নারগুনে খেজুরের রস খেতে যায়। সেখান থেকে ফেরার পথে কবিরাজহাট বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি পালিয়ে যাবার চেষ্টা করলে এলাকাবাসী আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর। তিনি জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকা টাইমস/২০ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
জেনে নিন ঢাকায় ফিরে কোন গাড়ি চড়বেন বেগম খালেদা জিয়া, প্রস্তুত নতুন টয়োটা ক্রাউন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা