ঢাকা ফার্টিলিটি এক্সপোতে থাইমেডিক্স

বন্ধ্যাত্ব সমস্যার সমাধানে ‘আর নয় বন্ধ্যাত্ব’ প্রতিপাদ্য নিয়ে এবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ফার্টিলিটি এক্সপো-২০২৪। ইকো এক্সপোর উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এই এক্সপো।
তিন দিনব্যাপী এই এক্সপো বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শুরু হয়। চলবে শনিবার (২১ ডিসেম্বর) পর্যন্ত।
এবারের এক্সপোতে ভারত, থাইল্যান্ড এবং ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে আছে থাইল্যান্ডের প্রতিষ্ঠান থাইমেডিক্স। বিশ্ববিখ্যাত ব্যাংকক হসপিটালের সঙ্গে যৌথ উদ্যোগে এক্সপোতে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি।
থাইমেডিক্স কোম্পানি লিমিটেড থাইল্যান্ডের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দিয়ে থাকে। বন্ধ্যাত্ব সমস্যার সমাধান ছাড়াও তারা থাইল্যান্ডের বেশ কয়েকটি হাসপাতালে সব ধরণের রোগের চিকিৎসাসেবা দিয়ে থাকে।
থাইমেডিক্স লিমিটেডের স্বত্বাধিকারী সৈয়দ ইসহাক মিয়া বলেন, আমাদের দেশের অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান। এর মধ্যে থাইল্যান্ড অন্যতম। আমরা থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বন্ধ্যাত্ব সমস্যার চিকিৎসাসহ অন্যান্য সব ধরণের রোগের চিকিৎসা দিয়ে থাকি। আমরা এখানে ব্যাংকক হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের আমন্ত্রণ জানিয়েছি। এখানে তারা ফ্রিতে চিকিৎসাসেবা দেবেন। যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার পরবে তারা যেন থাইল্যান্ড গিয়ে চিকিৎসা করাতে পারেন আমরা তাদের সহযোগিতা করব।
ঢাকাটাইমস/২০ডিসেম্বর/ইএস

মন্তব্য করুন