আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে বাসচাপায় বৃদ্ধ নিহত

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৬
অ- অ+

শরীয়তপুরের জাজিরায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে যাত্রীবাহী বাসের চাপায় দাদন হাওলাদার (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন নাওডোবার জমাদ্দার স্ট্যান্ড সংলগ্ন পদ্মাসেতু-ভাঙ্গা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দাদন হাওলাদার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল আল-আমিন বাজার এলাকার মৃত আব্দুল হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাদন হাওলাদার তার ভাগ্নে আলতাব উলিকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যা ৬টার দিকে জমাদ্দার স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় দাদন হাওলাদারের মুখমণ্ডল ও পা মারাত্মকভাবে ছেঁচে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকীব আকরাম হোসেন বলেন, ‘বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে শিবচর হাইওয়ে পুলিশকে অবগত করেছি।’

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, ‘মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে , তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। পরিবার চাইলে হত্যা মামলা দায়ের করা হবে।’

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাইলেন রিজভী
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
উত্তেজনা এড়াতে ভারত-পাকিস্তানকে যোগাযোগ শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা